প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন চবি উপাচার্য

চট্টগ্রাম : বিশ্বের সেরা ১০ চিন্তাবিদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্ভূক্ত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব দরবারে এই মর্যাদাপূর্ণ অবস্থান তৈরী হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপাচার্য।

এক শুভেচ্ছা বার্তায় চবি উপাচার্য বলেন, বিশ্বের সেরা ১০ চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনার অন্তর্ভূক্তি, আন্তর্জাতিক পর্যায়ে এই স্বীকৃতির ডানায় যুক্ত করেছে নতুন পালক। দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বিশ্বব্যাপী অসাম্প্রদায়িক উন্নয়নশীল, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সারা বিশ্বের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের পেছনে ফেলে তার এমন এগিয়ে যাওয়া দেশবাসীর জন্য গৌরবের ও অহংকারের।

একুশে/এসসি