
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন।
“বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলার মাধ্যমে সুদৃঢ় ভবিষ্যত নিমার্ণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এই সম্মেলন শুরু হয়। যা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
উক্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
তিনি দেশ বিদেশ থেকে আগত অতিথিদের চবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন জরিপে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাদর্শন অনুসারে চবি উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন, আমি ভবিষ্যত বিশ্বের দিকে তাকালে ঘোর অন্ধকার দেখতে পাই। বিশ্বশক্তিগুলো জোর খাটিয়ে পৃথিবীতে যে অশান্তি সৃষ্টি করেছে তার বিরুদ্ধে যুবসমাজকে আওয়াজ তুলতে হবে। তিনি এ সময়ে জাতিসমূহের নিজস্ব ঐতিহ্য ধারণের প্রতিও জোর দেন।
আমজাদ হোসেন রিয়াদের সভাপতিত্ব ও ইফফাত বিনতে ইফতেখারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।
এদিকে উক্ত সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশ, মালয়েশিয়া, আফগানিস্তান, ভারত, নেপাল এবং ইন্দোনেশিয়ার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থী ও ২৯ জন বিচারক।
