চট্টগ্রামে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার রাদ সাড়ে ১০টার দিকে বন্দর পোর্ট কানেকটিং রোড়ের ফাস্ট সিকিউরিটি ব্যাংকের কার্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গলী এলাকার আবুল বশরের ছেলে মোঃ আবুল হোসেন (৪০) ও বায়েজীদ বোস্তামী থানার আতর ডিপো এলাকার মোঃ সিরাজের ছেলে মোঃ রিয়াজ (২৭)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ৫ হাজার ৯২২ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এ ঘটনায় হালিশহর থানায় মামলা হয়েছে।