
একুশেপ্রতিবেদকঃ এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিল ছাত্রলীগ। নগরের হালিশহর থানা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে হালিশহরের বিডিআর মাঠ এলাকায় আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার ও আলোচনা সভা আজ শনিবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা শামীমে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি।
বক্তব্যে জনি বলেন, ছাত্রলীগের রাজনীতি হচ্ছে শিক্ষার্থী বান্ধব। ছাত্রলীগ নেতারা সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে কতটুকু সুসম্পর্ক রাখেন তার উপর নির্ভর করবে ছাত্রনেতার নেতৃত্বের গুণাগুণ।
তিনি আরো বলেন, এবার পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোন সুযোগ রাখেননি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে এবার শিক্ষামন্ত্রী ভিন্ন পন্থায় প্রশ্ন নেয়ার ব্যবস্থা করেছেন।এর পরও কেউ যদি প্রশ্ন ফাঁসের অভিযোগ করে তাহলে তা নিতান্তুই গুঁজব ছাড়া কিছু না।
আলোচনা সভায় ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা খাতে ব্যাপক গুণগত মানের পরিবর্তন এনেছে । হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত ও জাতীয়করণ করা হয়েছে। লক্ষাধিক শিক্ষকের চাকরি সরকারীকরণ করা হয়েছে। এর ফলে শিক্ষা খাতে বাণিজ্যিকায়ন কমেছে।
একুশেপত্রিকা/এএইচ/এসসি
