চট্টগ্রাম: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ও নোংরা পোস্ট শেয়ার করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে চন্দ্রঘোনা এলাকা থেকে মোঃ বেলাল হোসেনকে (২৮) গ্রেফতার করে রাঙ্গুনিয়া থানার পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির বলেন, সম্প্রতি রাঙ্গুনিয়ার সাংসদ ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ স্যারের বিরুদ্ধে ফেসবুকে নোংরা ও আপত্তিকর পোস্ট শেয়ার করে বেলাল। এই ঘটনায় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত বাদি হয়ে আইসিটি এ্যাক্টে বেলালসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। এরপর বেলাল হোসেনকে চন্দ্রঘোনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ওসি বলেন, ড. হাছান মাহমুদ স্যারের বিরুদ্ধে নোংরা পোস্ট শেয়ার করায় আইসিটি এ্যাক্টে দায়েরকৃত মামলায় মামলায় প্রধান আসামী করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিনকে। ফেসবুকে এই ধরনের নোংরা খবরের লিংকে যারা শেয়ার এবং লাইক দিয়েছেন, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
