চবির সমাজবিজ্ঞান অনুষদের সমন্বিত নবীণ বরণ অনুষ্ঠিত


চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ৯টি বিভাগের নবীণ শিক্ষার্থীদের সমন্বিত নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়াতনে দুই পর্বে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই পর্বের প্রথম পর্বে ছিলো নবীনবরণ ও আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড.শিরিণ আখতার, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য প্রফেসর ড.আ. আ. ম.স. আরেফিন সিদ্দিক।

চবি উপাচার্য নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, নবীনরা আগামীর ভবিষ্যৎ, তাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃজনের জায়গা। এখান থেকেই হয় নতুন নতুন আবিষ্কার। তিনি আরও বলেন, আমাদের আধুনিক বিজ্ঞানমনস্ক এবং গুণগত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ যাবতীয় অনিয়ম বন্ধ করে বিশ্ববিদ্যালয়কে দুর্নীতি মুক্ত রেখেছি। এ সময় তিনি সকল শিক্ষার্থীকে দুর্নীতি জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

ওরিয়েন্টেশন বক্তব্যে ঢাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আ. আ. ম.স. আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে ভবিষ্যৎ নির্মাণ করা। যেখান থেকে সৃষ্টি হয় জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো।

তিনি বলেন, নৈতিকতাবর্জিত শিক্ষা প্রকৃত নয়। শিক্ষার্থীদের উচিত শিক্ষার পাশাপাশি নৈতিকতার চর্চা করা।তিনি আরও বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালোবাসতো দেশের মানুষকে ভালোবাসতো।

তিনি আরো বলেন, আমাদের সবার উচিত মানুষকে ভালোবাসা এবং দেশের জন্য নিজেদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।


সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.ফরিদ উদ্দীনের সভাপতিত্বে উক্ত নবীন বরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দীন এবং অনুষদভুক্ত প্রত্যেক বিভাগের সভাপতিবৃন্দ।

নবীন বরণ অনুষ্ঠানে পরিক্ষার নিয়ম-কানুন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।

বিশ্ববিদ্যালয়ের আইন-কানুন ও নিরাপত্তার বিষয়ে বক্তব্য রাখেন চবি প্রক্টর আলী আজগর চৌধুরী।

দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড.আহামদ সালাউদ্দীন।

ছাত্রীদের হলজীবন ও হলের নিয়ম-কানুন নিয়ে বক্তব্য রাখেন চবি শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা (আঁখি) ও ছেলেদের হলজীবন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন চবি আলাওল হলের প্রভোস্ট ড. আব্দুল হক।