
চবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিলটেনিস প্রতিযোগিতায় চ্যাস্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
গত ২৭ জানুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিসদল অংশগ্রহন করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহন করেন দেব চাকমা, মফিজুর জামান অন্তর ও তরিকুল ইসলামের সমন্বিত টেবিল টেনিসদল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাস্মদ শোয়াইব।
৪টি গ্রুপে অনুষ্ঠিত এই টেবিল টেনিস প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবকটি ম্যাচে জয়লাভ করে হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বের খেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চবি।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দল। পরে ২৯ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে এই আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে বুয়েটকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চবি। বিশ্ববিদ্যালয়ের এই ধরনের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের গৌরব হিসেবে বলছেন শিক্ষার্থীরা।
এদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে পারায় উৎসাহ প্রকাশ করেছে অংশগ্রহনকারী ক্রিড়াবীদরা।
বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদৌস হাসান বাপ্পি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ধরনের অর্জন সত্যি প্রশংসনীয়। তাদের এ ধরনের অর্জন যেমর করে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্বল করেছে তেমন করে তারা একদিন দেশের নাম ও উজ্জ্বল করবে।
তিনি আরো বলেন, তাদের এই অর্জন আমাদের অনুপ্রাণিত করে, নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণের শক্তি যোগায়।
বিশ্ববিদ্যালয়ের এ.এফ রহমান হলের শিক্ষার্থী এবং চ্যাম্পিয়ন টেবিল টেনিস দলের সদস্য তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন করতে পারায় আমরা সত্যি খুব আনন্দিত। আমি এবং আমার টিম আমরা সবসময় চাই যে কোনো ভাবেই বিশ্ববিদ্যালয়ের নাম উজ্বল করতে।
এদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় চবি টেবিলটেনিস দলকে অভিনন্দন জানিয়েছেন চবি উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দীন চৌধুরী।
একুশে/আরসি/এসসি
