
চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্যতম বিতর্ক সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি)’ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে মাসব্যাপী বিতর্ক কর্মশালা। যা ৩রা ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে চলবে ৬মার্চ পর্যন্ত।
ইতোমধ্যে নির্ধারিত ১৩০ জন শিক্ষার্থী তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এটি সিইউএসডির দশম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে চবি সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি অভিষেক দত্ত। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপ্ত নন্দী, যুগ্ম সম্পাদক আতাহার মাসুম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রবিবার চবির ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগে এই বিতর্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের ন্যায় কর্মশালার থিমেটিক ক্লাসগুলো রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সাইবার সিকিউরিটি, সাইবার ডেভেলেপমেন্ট, মিডিয়া ইথিকস, ক্রিমিনাল সাইকোলজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে।
এতে আরো জানানো হয়, বাংলা ও ইংরেজি বিতর্ক বিষয়ক ক্লাস নিবেন দেশসেরা জাতীয় ও আন্তর্জাতিক বিতার্কিকরা। এছাড়াও কর্মশালায় বিভিন্ন গ্রুপ এক্টিভিটি, ব্রেইন স্টর্মিং সেশন এবং গ্রুপ প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতার উন্নয়ন করা হবে।
কর্মশালা শেষে কৃতকার্যদের মাঝে সনদ ও পুরুষ্কার বিতরণ করা হবে। বিতর্ক কর্মশালাটির মিডিয়া পার্টনার হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কর্মশালার অংশ হিসেবে ৬ ফেব্রুয়ারি সিইউএসডি থিম ‘মর্যাদায় সমতা গড়ি’ এর ওপর কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে থাকবেন সমাজতত্ত্ব বিভাগের সভাপতি এস. এম. মনিরুল হাসান। কর্মশালাটি চবির সকল শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত থাকবে।
একুশে/আরএস/এসসি
