পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুত উ. কোরিয়া

1473661630আরেকটি পারমাণবিক পরীক্ষার জন্য উত্তর কোরিয়া সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির সরকারি সূত্রগুলোর বরাতে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার পর্বতময় পরীক্ষাস্থলের অব্যবহৃত একটি সুড়ঙ্গে এ পরীক্ষা চালানো হতে পারে। ইয়োনহ্যাপে প্রকাশিত প্রতিবেদনে এক উদ্ধৃতিতে অন্যতম এক সরকারি সূত্র বলেন, ‘পূর্বে অব্যবহৃত তৃতীয় সুড়ুঙ্গটিতে যে কোনো সময় একটি পারমাণবিক পরীক্ষা চালানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে উত্তর কোরিয়া, এমন অনেকগুলো ইঙ্গিত পাওয়া গেছে।’

শুক্রবার উত্তর কোরিয়া তাদের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। এরপর তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাথায় পারমাণবিক অস্ত্র স্থাপনের সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করে এবং তাদের প্রতিপক্ষদের নিয়ে উপহাস করে। এতে ক্ষোভে ফেটে পড়ে আন্তর্জাতিক বিশ্ব। উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাও আসে।

এর জবাবে রবিবার পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়,‘অর্থহীন নিষেধাজ্ঞার হুমকি…. যা খুবই হাস্যকর।’ উত্তর থেকে পারমাণবিক বোমা হামলার কোনো ধরনের ইঙ্গিত পেলেই তাদের রাজধানী পিয়ংইয়ং গুঁড়িয়ে ছাই করে দেওয়ার হুমকি দিয়েছে আতঙ্কিত দক্ষিণ কোরিয়া।

রবিবার দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়োনহ্যাপ বার্তা সংস্থার খবরে বলা হয়, পিয়ংইয়ংয়ের প্রতিটি এলাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রচণ্ড-বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন শেলের আঘাতে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘ নিষেধাজ্ঞা থাকার পরও দেশটি ২০০৬ সালে প্রথমবার পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়। তারপর উত্তর কোরিয়ার উপর পাঁচ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। বিবিসি।