চট্টগ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

eidচট্টগ্রাম: উৎসাহ-উদ্দীপনায় চট্টগ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়েই শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা।

ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয় নগরের জমিয়াতুল ফালাহ প্রধান ঈদগাঁ প্রাঙ্গণে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও কেন্দ্রীয় ঈদের জামাত কমিটির উদ্যোগে আরেকটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নগরের এমএ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে। চট্টগ্রাম নগরে এবার সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ১৬৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতিসহ নগরের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লির সমাগম ঘটে।
সেখানে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন, সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী ও সোলায়মান আলম শেঠ প্রমুখ।

সকাল পৌনে ৮টায় প্রথম এবং সাড়ে ৮টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সেখানে। প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী। একই সময়ে এমএ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদ জামাত শুরুর আগে থেকে আলমাস সিনেমা হল মোড় থেকে ওয়াসার মোড় পর্যন্ত যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।