চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

road accidentচট্টগ্রাম: সীতাকুণ্ডে মিনিবাস ও ট্রাকের মধ্যে সংর্ঘষে উপজাতি নারীসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার সকালে সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট বগুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গারো সম্প্রদায়ের নারী পলিনা (৩০) ও সমলাল (৪০)। নিহত নারী বাসযাত্রী অপরজন ট্রাকের সহকারী।

হাইওয়ে পুলিশের বারআউলিয়া থানার ওসি ছালে আহমদ পাঠান জানান, কুমিরা থেকে ছেড়ে যাওয়া শহরমুখী ৭ নম্বর মিনিবাস সকাল সোয়া ৬টার দিকে শীতলপুর বগুলা বাজার এলাকা যাত্রী তোলার সময় পিছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।

তিনি বলেন, খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।