
ঢাকা: গত ডিসেম্বরেই গাঁটছড়া বেঁধেছেন বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাস। তবে এর মধ্যেই স্বামী আর বয়ফেন্ড নিয়ে মন্তব্য করে বলছেন মিসেস জোনাস।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে প্রিয়াঙ্কা বললেন, স্বামী আর বয়ফ্রেন্ড যে একেবারেই আলাদা। ঠিক কী কারণে প্রসঙ্গটি তুলেছেন পিগি চপস, তাহলে কী বৈবাহিক জীবনে তাল কেটেছে?
সম্প্রতি একটি চ্যাট শো-এ দেশিগার্ল তার বৈবাহিক জীবনের খুঁটিনাটি তুলে ধরেছেন। বিয়ের দিনের অভিজ্ঞতাও দর্শকদের সঙ্গে ভাগ করেছেন তিনি। এদিন বিয়ের প্রসঙ্গতেই তিনি বলেন, বয়ফ্রেন্ড ও স্বামী একই মানুষের এই দুই সত্ত্বায় নাকি আকাশপাতাল তফাৎ।
তিনি আরও বলেন, বিবাহিত জীবন সম্পূর্ণ আলাদা। বিয়ের দিন আমি এই কথার গুরুত্বটা বুঝে উঠতে পারিনি, তবে একজন সুপুরুষকে বিয়ে করায় এই বিষয়টা অনেক সহজ হয়ে যায়।
প্রসঙ্গত বিয়ের পর ফের পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর কিছুদিনের মধ্যেই তার দেখা মিলবে বড় পর্দায়।
তবে হঠাৎ স্বামী আর বয়ফ্রেন্ডের প্রসঙ্গ কেন তুললেন, বা নিকের সঙ্গে তার আদৌ কোনো সমস্যা হচ্ছে কিনা তা নিয়ে দানা বাঁধছে জল্পনা।
