চট্টগ্রাম: নগরের খুলশী আবাসিক এলাকা থেকে শিরিন ফাতেমা (৫৭) নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে ওই এলাকার ৬ নম্বর রোড থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত চিকিৎসক শিরিন ফাতেমা বন্দর হাসপাতালে কর্মরত ছিলেন।
খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, খুলশী আবাসিক এলাকার সড়কের ৬ নম্বর ভবনে চিকিৎসক স্বামীর সঙ্গেই থাকতেন শিরীন। নিহত চিকিৎসক মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন বলে মনে হচ্ছে।
ওসি বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই মাহমুদ আহমেদ চৌধুরী আরজু একটি অপমৃত্যুর মামলা করেছেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
