
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অপরাজিত ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার তামিম ইকবাল।
টি-২০ ক্যারিয়ারে এটিই তার সেরা ইনিংস।
টি-২০ ক্যারিয়ারে তামিমের আগের সেরা ইনিংসটি ছিলো ১৩০ রানের।
আজ টি-২০ ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তামিম।
১০টি চার ও ১১টি ছক্কায় ৬১ বলে নিজের বিধ্বংসী ইনিংসটি সাজান তামিম।
