সীতাকুণ্ডে বোমা নিষ্ক্রিয়


চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ভোলাগিরি এলাকা থেকে একটি বোমা উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

এর আগে বুধবার সকাল ১০ টার দিকে ভোলাগিরি এলাকায় একটি আবাসিক এলাকার সড়কে বোমাটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সীতাকুণ্ড পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের ডাকে সাড়া দিয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে যায় বোম্ব ডিসপোজাল ইউনিট।

সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের ইনচার্জ পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন, ১৫ মিনিটের মধ্যে বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। সময় নির্দিষ্ট করে বোমাটি স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ওই এলাকায় প্রতিবছর এই সময়ে একটি মেলা অনুষ্ঠিত হয়। মেলাকে কেন্দ্র করে জনমনে ভীতি সৃষ্টি করার জন্য বোমাটি সড়কে রাখা হতে পারে। বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।