চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন আরাফাত জয় (১৯) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন আরাফাত জয় এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সাহাবুদ্দিনের ছেলে। ইয়াসিন যুবলীগ নেতা অমিত মুহুরীর অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত জয় তাদের বাড়ির পাশের আলী মার্কেটের তৃতীয় তলায় উঠে একটি রাজনৈতিক দলের ব্যানার খুলতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া বলেন, ইয়াসিন আরাফাত জয় নামের এক তরুণকে হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।