
আকমাল হোসেন : তৃতীয় লিঙ্গের নারী নদী। গেল বছর তার মা চারুবালা মারা যান। ইচ্ছে থাকলেও টাকার অভাবে তখন মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়নি। এজন্য একবুক কষ্ট তার। সেই কষ্টের চূড়ায় দাঁড়িয়ে ৫-১০ করে খেয়ে না খেয়ে ৪৮ হাজার টাকা জমিয়েছিলেন শ্রাদ্ধ অনুষ্ঠানটি এবছর করবেন বলে। কিন্তু গতরাতে চাক্তাই ভেড়ামার্কেট এলাকার বস্তিতে অগ্নিকাণ্ডে নদীর জমানো সব টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
এসব স্মৃতিচারণ করতে গিয়ে নদী জানালেন, গতরাতে যখন আগুন লাগে, বাসায় বাবা (নরেশ বাবু) আর আমরা দুই ভাইবোন ছিলাম। সবাই যখন আগুন আগুন বলে চেঁচামেচি করছিলো আমরা সবাই বের হয়ে আসি, বের করে আনি অসুস্থ বাবাকেও। পরক্ষণে টাকাপয়সা বা প্রয়োজনীয় জিনিসপত্র যে বের করে আনবো সে সময় আর পাইনি।
পাশে দাঁড়িয়ে থাকা নদীর বোন পরিচয়ে তৃতীয় লিঙ্গের আরেকজন হাউমাউ করে কাঁদছিলেন আর বলছিলেন, আমরা এখন কোথায় যাব? এমনিতেই সমাজে আমাদের জায়গা নেই। ঠাঁই যেটুকু ছিলো, তাও আগুনে শেষ!
একুশে/এএইচ/এটি
