মহাসড়কে গ্যাস নেওয়ার সময় বেড়েছে এক ঘন্টা

Obaidul Quaderচট্টগ্রাম: দেশের ১৯টি মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে অটোরিকশায় সিএনজি নেওয়ার সময় এক ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। নগরীর সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

ওবায়দুল কাদের বলেন, আগে সকাল ৬টা থেকে ৮টা গ্যাস নেওয়া যেত। এখন থেকে সকাল ৯টা পর্যন্ত গ্যাস নিতে পারবে সিএনজি গ্যাসে চালিত গাড়িগুলো। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে। এতে কোন ছাড় দেওয়া হবে না। তবে তবে তিনি রোগী বহনকারী ও জানাজায় যাওয়ার সময় অটোরিকশাগুলোকে ছাড় দিতে হবে।

মন্ত্রী বলেন, মহাসড়ক ও চট্টগ্রাম সিটিতে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে কোন ছাড় দেওয়া হবে না। এগুলো বন্ধ না করলে যানজট ও প্রাণহানির ঘটনা বাড়বে। ব্যাটারিচালিত যানগুলো বন্ধ করতে হবে। এগুলোর বিকল্প খুঁজতে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলছি।
তিনি বলেন, সড়কে বেপোরোয়া যান চলাচলের কারছে দুর্ঘটনা ঘটছে। ঈদের পর সড়ক ফাঁকা ছিল। এরপরও সড়ক দুর্ঘটনায় গত দুইদিনে অনেক প্রাণহানি হয়েছে। দুর্ঘটনা কমাতে চালকদের কাউন্সিলিং করার জন্য পরিবহন সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।

চট্টগ্রাম নগরে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে প্রধান করে একটি কমিটি করে দেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় মেয়রের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কমিটি গঠনের পর অনেক সময় পার হলেও কোন বৈঠক হয়নি। এটা দুঃখজনক। আরও চার বছর আপনি ক্ষমতায় থাকবেন বলে আমরা আশা করি। যতদিন দায়িত্বে থাকবেন যশ নিয়ে থাকবেন। মেয়রকে আগে বিলবোর্ড উচ্ছেদের দায়িত্ব দিয়েছিলাম। সেটি তিনি শতভাগ করেছেন। এজন্য মেয়রকে ধন্যবাদ।

এসময় সভায় উপস্থিত মেয়র আ জ ম নাছির বলেন, আগামী ২১ সেপ্টেম্বর গণপরিবহন মালিক-শ্রমিক ও সিএনজি ট্যাক্সি মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসবো আমি।

সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংসদ শামসুল হক চৌধুরী, এমএ লতিফ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক জলিল, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, বিআরটিএ উপ-পরিচালক মোঃ শহিদুল্লাহসহ জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ ও পরিবহন সংগঠনের নেতারা।