
চট্টগ্রাম: ছাত্রলীগের দাবির মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও সিন্ডিকেট সদস্য সাদাত আল সাজিবের লেখা প্রবন্ধে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।
বুধবার এই কমিটি গঠন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক জাকির হোসেন বিষয়টি তদন্ত করবেন। তাকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমেদ।
এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জার্নাল অব সোশ্যাল সায়েন্স’ নামে একটি জার্নালের ২০১৭ সালের নভেম্বর সংখ্যায় ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ: এ ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অব কন্সটিটিউশন্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস’ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। যার প্রথম লেখক চবি নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক সাদাত আল সাজিব।
এতে শিক্ষক সাজিব শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন অভিযোগ করে গত সোমবার চবি উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এনামুল হক আরাফাত।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, এ জার্নালে সাদাত আল সাজিব জঙ্গিবাদের পৃষ্টপোষক ‘আমার দেশ’ পত্রিকা ও পত্রিকাটি সম্পাদক মাহমুদুর রহমানের উপর সরকার ‘অবিচার’ করেছেন বলে উল্লেখ করেছেন। আমার দেশ পত্রিকা বন্ধে সরকারের পক্ষ থেকে আদালতের উপর প্রভাব বিস্তার করা হয় বলেও দাবি করেছেন তার প্রবন্ধে।
‘ওই জার্নালের আর্টিকেলের ১১২ নম্বর পৃষ্ঠায় তিনি সাধারণ জনগণের মত হিসেবে চালিয়ে দিয়ে লিখেছেন, ‘সাধারণ জনগণের মতামত হচ্ছে, সংবাদ প্রকাশের অধিকার প্রয়োগ করে আমার দেশ সরকারের সমালোচনা করেছে বলেই রাজনৈতিক প্রভাবিত হয়ে এ রায় দেওয়া হয়েছিল। এছাড়া ১১৫ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, দূর্ভাগ্যবশত বর্তমান (শেখ হাসিনা) সরকারের আমলে মৌলিক অধিকার সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক নির্দেশিকাগুলো আন্তরিকতার সাথে অনুশীলন করা হচ্ছে না।’
স্মারকলিপিতে ছাত্রলীগ নেতা আরাফাত লিখেছেন, শিক্ষক সাদাত আল সাজিব ওই পৃষ্ঠাতে আরও লিখেছেন, ভুল কাজের জন্য সরকারের সমালোচনা করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের একটি দিক। কিন্তু যদি সরকারের বিরুদ্ধে কিছু লিখা বা বলা হয় এদেশে মানুষকে প্রায়ই গ্রেফতার, গুম ও অপহৃত হতে দেখা যায়।
‘এরপর তিনি লিখেন, বিএনপি নেতা ইলিয়াস আলী ও জামাল উদ্দিনকে ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করে তিনি ওই আর্টিকেলে লিখেন, প্রথমত সাম্প্রতিক অতীতে অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ী আমাদের দেশে এমন কর্মকান্ডের শিকার হয়েছেন। খ্যাতিমান ব্যবসায়ী ইলিয়াস আলী ও জামাল উদ্দিন এমন ঘটনার উল্লেখযোগ্য উদাহরণ।’
### সরকারের বিরুদ্ধে প্রবন্ধে মিথ্যাচার, চবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রলীগের স্মারকলিপি
