
একুশে প্রতিবেদকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে র্যালি ও আলোচনাসভা করে ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট সংগঠন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব(ডিইসি)।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় নগরীর নিউমার্কেট মোড় থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনের কর্মকর্তা ও সদস্যববৃন্দ। এরপর সকাল সাড়ে ৯ টায় ক্লাবের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভাপতি সোমেন কানুনগোর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি সৈকত বিশ্বাংগ্রীর পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সায়মা খন্দকার নওমি, আবিদুর রহমান আসিফ, আশরাফুল ইসলাম, রাহী চৌধুরী, রবিউল হোসাইন, তানজিনুল আবেদীন, এমরান আহমেদ তামিম, এহসানুল মাহবুব, জাহিদ হাসান, শফিউল আজম, সৈয়দ তাসমিয়া উল্লাহ, জান্নাতুল আশ শেফা, সানজিদা সুলতানা, সুপান্তা সাহা, ফাহিম বিন রহমান, রাহুল দেব, জাহেদ হোসাইন নোবেল, নিশাত ফাতিমা তন্নী প্রমুখ। সম্পূর্ন কর্মসূচির কো অর্ডিনেটর হিসেবে ছিলেন বাবলু দাশ।
