
চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পনের জন আহত হয়েছে। ছাত্রলীগ নেতা গোলাম রসুলকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে ‘উল্কা’ গ্রুপের সমর্থক ও ‘সিক্সটি নাইন’ গ্রুপের নেতাকর্মীদের মাঝে এ সংঘর্ষ বাঁধে বলে বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ট সুত্র জানিয়েছে। এসময় ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট ও জিরো পয়েন্টে অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ‘উল্কা’ গ্রুপের সমর্থকরা।
জানা গেছে, গতকাল (শুক্রবার) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু’র বিয়ের অনুষ্ঠান ছিল নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে। অনুষ্ঠান থেকে রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বের হওয়ার পর নগরীর লালখান বাজার মোড় থেকে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি গোলাম রসুল নিশানকে তুলে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে নিশানের অনুসারী নেতাকর্মীরা তাকে নগরীর ঝাউতলা রেলস্টেশনের পাশে পাহাড় থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
এদিকে, নিশানকে অপহরণের খবর ছড়িয়ে পড়লে রাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট ও জিরো পয়েন্টে অবরোধ করে তার অনুসারীরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। একপর্যায়ে ‘সিক্সটি নাইন’ গ্রুপের নেতা-কর্মীরা সেখানে গেলে উভয় পক্ষ সংঘর্ষ ও ভাঙচুরে লিপ্ত হয়।
গোলাম রসুল নিশান চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ সভাপতি ও ‘উল্কা’ গ্রুপের সমর্থক।
একুশে/এসসি
