চট্টগ্রামে বাসের ধাক্কায় পথচারী নিহত

road accidentচট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় বাসের ধাক্কায় ছালেহ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছালেহ আহমদের বাড়ি হালিশহর থানার ঈদগাঁ এলাকায়। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, রোববার সকাল ১০টার দিকে দেওয়ানহাট মোড় এলাকায় দাড়িয়ে ছিলেন ছালেহ আহমদ। এ সময় ১০ নম্বর রুটের পাবলিক বাস এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।