
একুশে ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় ডেপুটি পুলিশ সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটির সেনাবাহিনীর মেজরসহ আরও দুইজন আহত হয়েছেন। রোববার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের কুলগাম জেলায় তারিগাম এলাকায় স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আমান ঠাকুর নিহত হন। এরপর ভারতীয় নিরাপত্তাকর্মীরা এলাকাটি ঘিরে ফেলে অভিযানে নামেন।
প্রতিবেদনে বলা হয়, বিদ্রাহীরা নিরাপত্তাকর্মীদের ওডর নির্বিচারে গুলি চালায়।
সংবাদ সংস্থা এএনএ জানায়, হামলায় এক মেজরসহ সেনাবাহিনীর দুই নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছে। তিন থেকে চারজনের একটি দল এ হামলা চালায়।
এ ঘটনার পর থেকে সিআরটিএফ, আরআর এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ ঘটনাস্থল ঘিরে অপারেশন শুরু করেছে।
একুশে/ডেস্ক/এসসি
