ডাকসুতে কোটাসংস্কার আন্দোলনকারীদের প্যানেল ঘোষণা

ঢাকা : আসন্ন ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে কোটাসংস্কার আন্দোলনকারীরা।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ডাকসু ভবনের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেলে ডাকসু ভিপি (সহ-সভাপতি) পদে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, জিএস (সাধারণ সম্পাদক) পদে যুগ্ম আহ্বায়ক রাশেদ খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আরেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানকে মনোনয়ন দেয়া হয়েছে।

অন্য পদের প্রার্থীরা হলেন- নাজমুল হুদা (স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), সোহরাব হাসান (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), শেখ এমিলি (কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক), হাবিবুল্লাহ বেলালী (আন্তর্জাতিক সম্পাদক), আকরাম হোসেন (সাহিত্য সম্পাদক), নাহিদ ইসলাম (সাংস্কৃতিক সম্পাদক), মামুনুর রশীদ (ক্রীড়া সম্পাদক), রাজিবুল ইসলাম (ছাত্র পরিবহন সম্পাদক) ও আখতার হোসেন (ছাত্র পরিবহন সম্পাদক)।

এছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- উম্মে কুলসুম বন্যা, রাইয়ান আব্দুল্লাহ, ইমরান হোসেন ও শাহরিয়ার আলম সৌম্য।

একুশে/এসসি