চট্টগ্রাম: নগরীতে দুই হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দিল মোহাম্মদ (৪৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়ার বাসিন্দা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক আলী আসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিল মোহাম্মদকে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে আসে সে। তার বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা হয়েছে।
