রাঙ্গামাটি প্রতিনিধি: বৌদ্ধ ধর্মালম্বীদের শ্রেষ্ঠ দান হলো কঠিন চীবর দান। ১৫ই অক্টোবর হতে শুরু হবে সমগ্র বৌদ্ধ জাতির অন্যতম এই দানোৎসব। সারা রাত কঠিন চীবর দান বুননে ব্যাস্ত থাকে বৌদ্ধধর্মাবলম্বী মেয়েরা। পুরো রাত প্রহর গুনে পরিশ্রমী মেয়েরা অতীত বর্তমান ও ভবিষ্যতের পূণ্য সঞ্চয়ে বেইন বুনে থাকে। গৌতম বুদ্ধের সময় কালে বিশাখা নামক এক জৈনেক পূন্যবতী নারী বুদ্ধকে দান করার জন্য সারা রাত কঠিন চীবর বেইন বুনে ছিলেন। যা এই পূন্যকে বৌদ্ধ ত্রিপটকে শ্রেষ্ঠ দান বলে উল্লেক করা হয়েছে।
আর বিশাখার ন্যায় এ দান কার্য সম্পাদন করারর জন্য প্রস্তুতি গ্রহণ করে বৌদ্ধ জাতি ধর্মালম্বীরা।
যে সকল বৌদ্ধ ধর্মালম্বীরা কঠিন চীবর দানোৎসবে অংশ গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমার এই শিষ্যসংঘের ফাং এর সময় সূচী প্রস্তুত করা। যা নিজের পূন্য অর্জনে অনেক কাজে আসতে পারে।
কঠিন চীবর দানোৎসব পালিত হবে তার সময়সূচী দেওয়া হয়েছে।
১৪-১৫ অক্টোবর- জুরাছড়ি উপজেলার আমতলী ধর্মোদয় বনবিহার, সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের খারিক্ষ্যং শাক্য বনবিহার।
১৫-১৬ অক্টোবর- জুরাছড়ি শিলছড়ি বনবিহার, নানিয়ারচর মংখলা বৌদ্ধবিহার।
১৬-১৭ অক্টোবর- কুতুকছড়ি নির্বাণপুর বনবিহার, সদর কাটাছড়ি বনবিহার, জুরাছড়ি ফকিরাছড়ি বনবিহার, বরকল লতিবাঁশ ছড়া বনবিহার, পানছড়ি হারুবিল বনবিহার।
১৭-১৮ অক্টোবর- কুতুকছড়ি জীব কল্যাণ বনবিহার, বিলাইছড়ি নাড়াইছড়ি অার্য্যমৈত্রী বনবিহার, জুরাইছড়ি বারাবান্যা বৌদ্ধবিহার।
১৮-১৯ অক্টোবর- জুরাছড়ি ঘিলতলী ঐক্য বনবিহার, নানিয়ারচর আঠার মাইল শাসনোদয় বনবিহার।
১৯-২০ অক্টোবর- কাউখালি ঘাগড়া বৈজয়ন্ত বনবিহার, বাঘাইছড়ি বাঘাইহাট বনানী বনবিহার, দোজরীপাড়া কাইন্দ্যা জয়দ্বীপ বনবিহার।
২০-২১ অক্টোবর- বান্দরবান বালাঘাটা করুণাপুর বনবিহার, রাঙ্গামাটি বাঘাইছড়ি আর্য্যপুর ধর্মোজ্জ্বল বনবিহার, নানিয়ারচর রত্নাংকুর বনবিহার, খাগড়াছড়ি পানছড়ি শীলাচার বনবিহার, পানছড়ি তারাবন ভাবনাকেন্দ্র।
২১-২২ অক্টোবর- জুরাছড়ি সুবলং শাখা বনবিহার, বরকল মাইসছড়ি অপর্ণাচরণ বনবিহার।
২২-২৩ অক্টোবর- বাঘাইছড়ি মেদিনীপুর বনবিহার, সদর উপজেলার বন্দকভাঙ্গা ইউনিয়ন মাইস্যাপাড়া ইন্দ্রপুর বনবিহার, ভারত ত্রিপুরা মনুগাং বনবিহার, ইউ.এস.এ নিউইয়র্ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধবিহার।
২৩-২৪ অক্টোবর- রাঙ্গামাটি বাঘাইছড়ি সরোয়াতলী জনকল্যাণ বনবিহার, নানিয়ারচর হাতিমারা ছোট মহাপুরুম মুখ বনশাখা চিত্তারাম বৌদ্ধবিহার।
২৪-২৫ অক্টোবর- শুকরছড়ি বোধিপুর বনবিহার।
২৫-২৬ অক্টোবর- কাউখালি উল্টাপাড়া অজর-অমর বনবিহার, জুরাছড়ি পানছড়ি মুখ জেতবন
বৌদ্ধবিহার।
২৬-২৭ অক্টোবর- খাগড়াছড়ি মহালছড়ি জ্ঞানোদয় বনবিহার।
২৭-২৮ অক্টোবর- সাপছড়ি ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনভাবনা কেন্দ্র, বন্দুকভাঙ্গা ভার বোয়াচাপ বনবিহার।
২৮-২৯ অক্টোবর- নানিয়ারচর রামহরিপাড়া তক্ষশীলা বনবিহার, কাউখালি পোয়াপাড়া ত্রিরত্ননাংকুর বনবিহার, নানিয়ারচর বেতছড়ি রাজগির বনবিহার।
২৯-৩০ অক্টোবর- খাগড়াছড়ি লক্ষীছড়ি বর্মাছড়ি বনবিহার, ভারত ত্রিপুরা গোমতী আইলমারা ধর্মযাত্রা বনবিহার।
৩০-৩১ অক্টোবর- খাগড়াছড়ি লক্ষীছড়ি কুশীনগর বনবিহার, মহালছড়ি করল্যাছড়ি মিলনপুর বনবিহার।
৩০-০১ অক্টোবর- নভেম্বর– খাগড়াছড়ি মানিকছড়ি গুজাপাড়া শান্তিমৈত্রী বৌদ্ধবিহার।
০১-০২ নভেম্বর- রাঙ্গগামাটি কাউখালি পানছড়ি বিনয়াংকুর বনবিহার, বরকল মিতিঙ্গ্যাছড়ি শ্রাবস্তী বনবিহার।
০২-০৩ নভেম্বর- চট্টগ্রাম রাঙ্গুনিয়া রস্যাবিলি বনবিহার, রাঙ্গামাটি বন্দুকভাঙ্গা ডানে ত্রিপুরাছড়া সংঘারাম বৌদ্ধ বিহার।
০৩-০৪ নভেম্বর- খাগড়াছড়ি পেরাছড়া ধর্মপুর আর্য্য বনবিহার, চট্টগ্রাম ই.পি.জেড মৈত্রী বনবিহার, রাঙ্গামাটি বড়াদম ধনপাতা
বনবিহার।
০৪-০৫ নভেম্বর- খাগড়াছড়ি
পানছড়ি শান্তিপুর অরণ্যকুটির, রাঙ্গামাটি বাঘাইছড়ি জীবতলী শান্তিপুর বনবিহার, রাঙ্গাপানি সাধনাপুর বনবিহার।
০৫-০৬ নভেম্বর- বরকল ছোট হরিণা লুম্বিনী বনবিহার, খাগড়াছড়ি মহালছড়ি সারনাথ বনবিহার, ভারত মিজোরাম ভূজয়ন্তী বনবিহার।
০৬-০৭ নভেম্বর- বিলাইছড়ি রাইংখং বনবিহার, তৈমিদুং সম্যকদৃষ্টি বনভাবনা কুটির, খাগড়াছড়ি পানছড়ি প্রজ্ঞাসাধনা বনবিহার।
০৭-০৮ নভেম্বর- লংগদু তিনটিলা বনবিহার, বরকল আইমাছড়া বনবিহার।
০৮-০৯ নভেম্বর- কক্সবাজার মহেশখালী শীলরক্ষিত প্রজ্ঞা বিমুক্তি বনবিহার।
০৯-১০ নভেম্বর- রাঙ্গামাটি তৈমিদুং পেরাছড়া সারনাথ বনবিহার।
১০-১১ নভেম্বর- রাঙ্গামাটি রাজবন বিহার।
১১-১২ নভেম্বর- বালুখালী সাধনানন্দ বনবিহার, ভারত মিজোরাম স্বর্গ আলো বনবিহার।
