জয়ের মা হিসেবে আমি গর্বিত: শেখ হাসিনা

pmডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কর্মসূচির মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের উন্নয়নের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয়ের মা হতে পেরে তিনি গর্বিত।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের ইউএন প্লাজা হোটেল মিলনায়তনে আনন্দঘন পরিবেশে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স এন্ড এ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং কানেকটিকাট স্টেটের নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে জয়কে এই পুরস্কার প্রদান করে।

পুরস্কার তুলে দেয়ার আগে অতিথি হিসাবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, জয় আমার কম্পিউটার শিক্ষক। তার কাছ থেকে আমি কম্পিউটার চালানো শিখেছি। অন্যদিকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে জয়ের অনেক অবদান রয়েছে। যে কারণে আমি তার মা হিসাবে নিজেকে ধন্য মনে করি, গর্ববোধ করছি।

শেখ হাসিনা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের অ্যাওয়ার্ড পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে আগ্রহ এবং শক্তি জোগাবে। এই পুরস্কার জয়ের কঠোর কর্মস্পৃহার ফসল।

অ্যাওয়ার্ড গ্রহণের পর সজীব ওয়াজেদ জয় বলেন, আমি সত্যিই আমার মায়ের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এই পুরস্কার পেয়ে আমি গৌরব ও গর্ববোধ করছি। এই কৃতিত্ব শুধু আমার একার না, সরকারের সকল কর্মকর্তা- কর্মচারীর। সকলের প্রচেষ্টাতেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এবং স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।