চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ বিক্রেতা গ্রেফতার

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে অস্ত্র ও গুলিসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চান্দগাঁও থানার বারৈয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিধান কৃষ্ণ ঘোষ (২৮) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কেরামতলী এলাকার বিভীষণ ঘোষের ছেলে। তিনি বাকলিয়া থানার রাহাত্তারপুল পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

চান্দগাঁও থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারৈয়া পাড়া হাছি শাহ মাজার এলাকা থেকে বিধানকে গ্রেফতার করা হয়। এরপর তার শরীর তল্লাশি করে একটি দেশি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

ওসি বলেন, বিধান একজন পেশাদার অস্ত্র বিক্রেতা। সে মহেশখালী থেকে অস্ত্র এনে নগরীতে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।