চট্টগ্রাম: ৩১ ডিসেম্বরের মধ্যে ৪১টি ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে আবর্জনা রাখার জন্য ‘বিন’ পৌছে দেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ৫ম নির্বাচিত পরিষদের ১৪তম সাধারণ সভায় তিনি এ কথা জানান।
মেয়র বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রমের আওতায় ঘরে ঘরে আবর্জনা রাখার জন্য বিন বিতরন করা হচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে ৪১টি ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে বিন পৌছে দেয়া হবে। নিবিড় তদারকির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা সফল করা হবে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে চসিকের সফলতা তুলে ধরে মেয়র বলেন, শিক্ষাখাতে বছরে ৪২ কোটি টাকা এবং স্বাস্থ্যখাতে বছরে প্রায় ১৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে সেবা প্রদান করা হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য তাগাদা দেন মেয়র।
সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
