চবিতে সিইউএসডি’র মাসজুড়ে বিতর্ক কর্মশালা সম্পন্ন

চবি প্রতিনিধি : চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি)প্রতি­ বছরেরর ন্যায় এবারও মাসজুড়ে বিতর্ক কর্মশালা আয়োজন করেছে।

‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগান সামনে রেখে গত ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির মার্কেটিং বিভাগে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সিইউএসডি-এর ১০ম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ অ্যান্ড ডিবেট চ্যাম্পিয়নশিপ-এর সমাপনী অনুষ্ঠান শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বিতর্কের মত সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য রাখেন সিইউএসডি’র সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান, সাবেক সিনিয়র সহ সভাপতি নাসরিন রুম্পা এবং বর্তমান সভাপতি অভিষেক দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপ্ত নন্দী।

প্রতি বছরের ন্যায় থিমেটিক ক্লাসগুলো যেমন- রাজনীতি, অর্থনীতি, আন্­তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, সাইবার সিকিউরিটি, সাইবার ডেভেলপমেন্ট, মিডিয়া ইথিকস, ক্রিমিনাল সাইকোলজি, লিডারশিপ ডেভেলপমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাসগুলো নেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকগণ এবং বাংলা ও ইংরেজী বিতর্ক বিষয়ক নানা শিক্ষনীয় ক্লাস নেন দেশসেরা জাতীয় ও আন্তর্জাতিক বিতার্কিকরা। এছাড়াও কর্মশালায় বিভিন্ন গ্রুপ এক্টিভিটি, ব্রেইন স্টর্মিং সেশন এবং গ্রুপ প্রেজেন্টেশন-এর মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতার উন্নয়ন করা হয়। এবারের বিতর্ক কর্মশালাটির মিডিয়া পাটর্নার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

ওয়ার্কশপের শেষে বাংলা বিতর্ক প্রতিযোগিতা এবং ইংরেজী পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলা বিতর্কের ইংরেজী পাবলিক স্পিকিং এবং বুক রিভিউর চ্যাম্পিয়ন ও রানার আপদের হাতে পুরস্কার তুলে দেন চবি উপাচার্য। কর্মশালার শেষে কৃতকার্য শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

একুশে/আইএস/এটি