
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি, জিএস, এজিএস-সহ সব পদেই জয় পেয়েছে ছাত্রলীগ। আজ সোমবার বিকেল সোয়া পাঁচটায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।
মোহসীন হলে ৭৬০ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া ২১৭ ভোট পেয়েছেন।
এই হলে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। তিনি পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান রহমান পান ২৫১ ভোট। এছাড়া বাকি ১১টি পদেও ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু’র নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ, এরপর দুপুরে ভোট বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।
