গণপরিবহনকে শৃংখলা মেনে চলার তাগিদ মেয়রের

nasirচট্টগ্রাম: নগরীর সকল সড়কের গণপরিবহনগুলো শৃংখলা মেনে চলাচল করতে পরিবহন সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে গণপরিবহন, প্রাইম মোভার, ট্রেইলর, কাভার্ড ভ্যান, সিএনজি টেক্সি, মালিক গ্রুপ ও সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় মতবিনিময় সভায় এ তাগিদ দেন তিনি।

মেয়র এ সময় বলেন, নগরীর বাস, ট্রাক, লরি, কাভার্ড ভ্যান, প্রাইম মোভার ইত্যাদি পরিবহনের জন্য টার্মিনাল নির্মাণে জায়গা সংস্থানের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহন করা হচ্ছে। চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজ করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহন করা হবে। গাড়ির রেজিষ্টেশন ফি সহনীয় পর্যায়ে নির্ধারনের জন্য অর্থমন্ত্রণালয়কে অবহিত করা হবে। সাধারণ মানুষের পথরোধ করে যানজট সৃষ্টি করা যাবে না। গণপরিবহনগুলো যাতে শৃংখলা মেনে চলাচল করে, সেটা নিশ্চিত করতে হবে।

সভায় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বলেন, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজকরণ, গাড়ি রেজিষ্ট্রেশন ফি কমিয়ে আনা, বাস, ট্রাক, ট্রলি, প্রাইম মোভার, কাভার্ড ভ্যান, সিএনজি টেক্সি ইত্যাদির জন্য টার্মিনাল নির্মাণ, স্কেলে ওজনে হয়রানি, পুলিশ ও নানামুখি জটিলতা নিরসন করতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মাসুদুল হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আবদুল গাফ্ফার, ডেপুটি ট্রাফিক ম্যানেজার গোলাম সারওয়ারুল ইসলাম, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর এডিশনাল এসপি মো. এনামুল হক, চট্টগ্রাম জেলা পুলিশের এডিশনাল এসপি মো. হাবিবুর রহমান, বিআরটিএ’র উপ পরিচালক মো. শহিদুল্লাহ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জরুল আলম মঞ্জু, মহাসচিব আবুল কালাম আজাদ প্রমুখ।