চট্টগ্রাম: নগরের পাহাড়তলী, পতেঙ্গা ও বায়েজিদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গত মঙ্গলবার ও গতকাল বৃহস্পতিবার এসব অভিযান চালায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (কেজিডিসিএল) ভিজিল্যান্স টিম।
কেজিডিসিএল এর সহকারী কর্মকর্তা (জনসংযোগ ও সমন্বয়) মোঃ কুতুবুর রহমান জানান, গত মঙ্গলবার পাহাড়তলী থানার সাগরিকা রোড এবং পতেঙ্গা থানার এয়ারপোর্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন এর লাইসেন্স জমা না দেওয়ায় মেসার্স ইলিয়াস ব্রাদার্স (প্রাঃ) লিঃ শিল্প খাতের সংযোগ এবং বকেয়া গ্যাস বিলের কারণে মেসার্স মারবিন ভেজিটেবল অয়েল লিঃ ও মেসার্স জাসমির ভেজিটেবল অয়েল এর শিল্প ও ক্যাপটিভ পাওয়ার খাতের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার বায়েজিদ থানাধীন কুলগাঁও, জালালাবাদ ও মধ্যম বুড়িশ্বচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে কুলগাঁও, জালালাবাদ এলাকায় জনৈক মোঃ জালাল আহমেদ বাসাবাড়িতে অননুমোদিত সরঞ্জাম ও নকশা বহির্ভূতভাবে গ্যাস ব্যবহারের দায়ে সর্বমোট ১১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় কেজিডিসিএল এর বিক্রয় দক্ষিণের ব্যবস্থাপক (জোন-৫) প্রকৌঃ মোঃ শামসুল করিম ও সহকারী প্রকৌশলী (ভিজিল্যান্স) প্রকৌঃ মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
