চট্টগ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল কেটে চুরি

চট্টগ্রাম: নগরীতে একই সীমানা দেওয়ালের মধ্যে থাকা দুটি প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতের কোন এক সময়ের মধ্যে নগরীর কোতোয়ালী থানাধীন বৌদ্ধমন্দির এলাকায় এই চুরির ঘটনা ঘটেছে।

বিদ্যালয় দুটি হচ্ছে- ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কদমমোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়। নগরীর মোমিন রোডের কদমমোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ চলছে। ফলে বিদ্যালয়ের কার্যক্রম সাময়িকভাবে বৌদ্ধমন্দির এলাকায় ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় ভবনে স্থানান্তর করা হয়েছে।

কোতয়ালি থানার এসআই শামসুল ইসলাম বলেন, ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কমনরুম এবং কদমমোবারক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। দুই কক্ষ থেকে কাগজপত্র ও চেক বইসহ বিভিন্ন জিনিস নিয়ে গেছে তারা। যাওয়ার সময় আসবাবপত্র অগোছালো করে রেখে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।