নিউজিল্যান্ড হামলায় কৃষিবিদ ড. সামাদসহ ২ বাংলাদেশি নিহত, এই সংখ্যা বাড়ার আশঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকধারীতে হামলায় নিহত অন্তত ৪০ জনের মধ্যে দুই জন বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে।

নিউজিল্যান্ডে বাংলাদেশের কনসাল শফিউর রহমান জানান, নিহতদের একজন হলেন কৃষিবিদ ড. সামাদ। তিনি ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এখন পর্যন্ত তাঁর স্ত্রীরও সন্ধান পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

ড. সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব বিভাগের সাবেক শিক্ষক। তাঁর বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়। স্ত্রীসহ দুই ছেলের সঙ্গে তিনি নিউজিল্যান্ড বসবাস করতেন।

মিসেস হোসনে আরা ছবি নামে আরেক বাংলাদেশি নিহত হবার খবর দিয়েছেন বাংলাদেশের সংবাদভিত্তিক টিভি চ্যানেল যমুনা টেলিভিশন। টেলিভিশনটি বলছে, এছাড়া চার পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

একুশে ডেস্ক/এটি