নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৪৯

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হয়েছে বলে জানান পুলিশ কমিশনার মাইক বুশ।

শুক্রবার (১৫ মার্চ) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন বলে জানায় বিবিসি, নিউ জিল্যান্ড হেরাল্ড।

বুশ বলেন, ডিন্স এভিনিউর আল নূর মসজিদে ৪১ জন এবং লিনউড এলাকার অন্য মসজিদে নিহত হয়েছেন ৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৩ জন বাংলাদেশি।

এর আগে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন হামলায় ৪০ জন নিহত হওয়ার খবর দিয়েছিলেন। তখন আল নূর মসজিদে ৩০ এবং লিনউড মসজিদে ১০ জন নিহত হওয়ার তথ্য দেন তিনি।

এদিকে হামলায় আহত অন্তত ৪৮ জন ক্রাইস্টচার্চ হাসপাতাল চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

হাসপাতাল থেকে দেওয়া এক বিবৃতিতে খুব জরুরি না হলে লোকজনকে আহতদের দেখতে হাসপতালে না আসার অনুরোধ জানানো হলেও এরই মধ্যে দুই শতাধিক মানুষ হাসপাতালে ভিড় জমিয়েছে।

প্রধানমন্ত্রী অ’ডুর্ন বলেন, নিশ্চিত ভাবেই পরিকল্পনা করে মসজিদে এ হামলা চালানো হয়েছে। হামলার এ ঘটনা ‘নজিরবিহীন’ এবং ‘সন্ত্রাসী হামলা’।

একুশে/ডেস্ক/এসসি