চট্টগ্রামে ১০০ বস্তা বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

চট্টগ্রাম:চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে এসব উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পূর্বজোনের কর্মকর্তা লেঃ কমান্ডার জুলহাস ফয়সাল জানান, গোপন তথ্যের ভিত্তিতে বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্টগার্ড টহল দল একটি সন্দেহভাজন বোটকে থামানোর সংকেত দেয়।

কিন্তু বোটটি না থেমে গতি বৃদ্ধি করে পারকির চর অভিমুখে চলতে থাকে। সন্দেহভাজন বোটটিকে ধাওয়া করতে থাকে টহল দল। এক পর্যায়ে বহিঃনোঙ্গরের সৈকতের চরে সন্দেহভাজন বোটটিকে আটকিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

তিনি বলেন, পরবর্তীতে বোটটিতে তল্লাশী করে ১০০টি বস্তা পাওয়া যায়; যাতে ১ হাজার ৫১২ বোতল বিদেশী মদ ও ২ হাজার ৩০ ক্যান বিয়ার ছিল। উদ্ধারকৃত মদ ও বিয়ারের আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকা।