ট্রেন দুর্ঘটনাঃ দায়িত্ব অবহেলার দায়ে দু’জন বরখাস্ত

চট্টগ্রাম: চট্টগ্রামের ফৌজদারহাট ও পাহাড়তলীতে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে স্টেশন মাস্টার সঞ্জীব দাশ ও ট্রেন কন্ট্রোলার শহিদুল আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার এই আদেশ দেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ আবদুল হাই বলেন, ট্রেন দুর্ঘটনার পর পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনে ওই দুই কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। তাই তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়। এ প্রেক্ষিতে ফৌজদারহাটের স্টেশন মাস্টার সঞ্জীব দাশ ও পাহাড়তলী স্টেশনের ট্রেন কন্ট্রোলার শহিদুল আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ফৌজদারহাট ও পাহাড়তলীতে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ১০ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।