চট্টগ্রামে চোরাই ইলিশসহ ১০ জলদস্যু গ্রেফতার

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট এলাকা থেকে চোরাই দশ মন ইলিশসহ ১০ জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দস্যুদের ব্যবহার করা বোটটিও আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবদুর রশিদ, মীর কাসেম, রুবেল, আলমগীর, ইয়াহিয়া, ছালেক, খোকন, বাবুল, জহিরুল ইসলাম ও মানিক।

পতেঙ্গা থানার এসআই মনির হোসেন বলেন, একটি সংঘবদ্ধ জলদস্যু চক্র দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগর ও কর্নফুলীর মোহনায় জেলেদের কাছ থেকে জোরপূর্বক ইলিশ মাছ ছিনিয়ে নিয়ে যেত। এই চক্রটি ভোরে ১৫নং ঘাট এলাকায় লুট করা মাছ বিক্রীর সময় বোটসহ হাতে নাতে ধরা পড়ে। এসময় তাদের ব্যবহৃত বোটটিও আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।