চবির নতুন সংগঠন ‘সম্মিলিত গণতান্ত্রিক সাধারণ শিক্ষার্থী সংসদ’


চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘সম্মিলিত গণতান্ত্রিক সাধারণ শিক্ষার্থী সংসদ’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

রোববার বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চবির শাহ আমানত হলে আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।

এতে সভাপতিত্ব করেন শাহ আমানত হলের সিনিয়র আবাসিক শিক্ষক ও সহযোগী অধ্যাপক কান্ঝন চাকমা।

প্রধান আলোচক ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান শুভ।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এনামুল হক আরাফাত, উপ আপ্যায়ন সম্পাদক শায়ন দাশ গুপ্ত, উপ তত্ত্ব গবেষণা সম্পাদক পিয়াস সরকার, সহ সম্পাদক শরীফ উদ্দিন, মিজানুর রহমান খান, পাপন খান, আশিক, সহ সম্পাদক আলমগীর হাসান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আসাদুজ্জামান সাজনের উদ্বোধনী আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।