
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লীগে জয় পেয়েছে লিভারপুল। রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে তারা।
প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মাক ফুটবল খেলতে থাকে অল রেডসরা। ২৬ মিনিটে ফিরিমিনোর পাস থেকে লিভারপুলকে এগিয়ে নেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে।
লিড নিয়ে বিরতি থেকে ফিরে ডিফেন্সে ভীতি সৃষ্টি করলেও নিজেদের ভুলে ৭৪ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান রায়ান বাবেল। তবে ৮১ মিনিটে জেমস মিলনারের গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। সেইসঙ্গে ম্যানসিটিকে টপকে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
এদিকে, আরেক ম্যাচে এভারটনের কাছে হেরে গেছে চেলসি। লীগের প্রথম লেগে ড্র’য়ের পর এদিন গুডিসন পার্কে রিশার্লিসন ও সিগার্ডসনের গোলে ২-০ গোলে জয় পায় স্বাগতিক এভারটন। এ হারে ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে নেমে গেলো মাওরিসিও সাররি’র দল।
একুশে/আরসি/এটি
