অস্ত্র আইন সংস্কারে ‘নীতিগত’ পরিবর্তনের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্র আইন সংস্কারে ‘নীতিগত’ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে হামলার ঘটনার পর নিউজিল্যান্ডের মন্ত্রিসভা সে দেশের অস্ত্র আইন সংস্কার করে কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান।

সোমবার (১৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, তিনি দ্রুত এ বিষয়টি পরিষ্কার করবেন। আগামী ২৫ মার্চের মধ্যে অস্ত্র আইন সংস্কারের বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এক বিবৃতিতে জাসিন্ডা বলেন, এর অর্থ দাঁড়াচ্ছে ওই
সন্ত্রাসী হামলার ঘটনার ১০ দিনের মধ্যে আমরা আমাদের অস্ত্র আইন পরিবর্তনের ঘোষণা করব। আমি বিশ্বাস করি যে, এটা আমাদের সম্প্রদায়কে নিরাপদ করে তুলবে।

এ সময় জাসিন্ডার পাশে ছিলেন তাঁর জোট অংশীদার এবং উপ-প্রধানমন্ত্রী উইন্সটন পিটার্স। এর আগে অস্ত্র আইনে পরিবর্তন আনার বিষয়ে দ্বিমত পোষণ করেছিলেন পিটার্স।

এক বিবৃতিতে পিটার্স বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে এটা যে, শুক্রবারের পর আমাদের বিশ্ব একেবারেই পরিবর্তিত হয়ে গেছে। সেই সাথে আমাদের বিভিন্ন আইনও।

এর আগে নিউজিল্যান্ডের অস্ত্র আইনে কড়াকড়ি আরোপ করার চেষ্টা করা হলেও আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীদের শক্ত অবস্থান এবং নিউজিল্যান্ডে শিকার করার সংস্কৃতির কারণে তা সম্ভব হয়নি। কিন্তু এবার এই আইন পরিবর্তনের সময় এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা।

তিনি বলেন, আমরা মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত নিয়েছি। আমরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি।

একুশে/ডেস্ক/এসসি