চট্টগ্রামে টিএসপি সার কারখানায় ধোঁয়া

ctgচট্টগ্রাম: নগরীর পতেঙ্গায় অবস্থিত টিএসপি সার কারখানার একটি গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছে।বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানার রক ফসফেট এর গুদাম থেকে ধোঁয়া বের হওয়া শুরু করে।

টিএসপি কারখানার ৩০০ ফুট দৈর্ঘ্যের ওই গুদামে রক ফসফেটের সঙ্গে সালফারও ছিল।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, সেখানে এই সালফারের সঙ্গে রক ফসফেটের ঘর্ষণের ফলে আগুন লেগে ধোঁয়া বের হতে পারে। তবে গুদামের বাইরে থেকে কোনো আগুন দেখা না গেলে শুধু ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে বন্দর, ইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পানি ছিটানোর কাজ করছে।