নিউজিল্যান্ডের পর নেদারল্যান্ডসে বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক : এবার নেদারল্যান্ডসের রাজধানী ইউট্রেখটে একটি ট্রামে মধ্যাঞ্চলীয় প্রদেশে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার রেশ কাটতে না কাটতেই সোমবার (১৮ মার্চ) স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় ইউরোপের শান্তিপূর্ণ এ দেশটিতে গোলাগুলির ঘটনা ঘটলো।খবর রয়টার্সের।

এ হামলায় বন্দুকধারীর গুলিতে প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এদিকে গণমাধ্যম বলছে, গুলিতে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রুশ সংবাদমাধ্যম আরটি ইউট্রেখটের পুলিশের বরাত দিয়ে বলছে, সিটি সেন্টারের পাশে অবস্থিত শহরের একটি ট্রাম স্টেশনের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে।

দেশটির পুলিশের মুখপাত্র জুস্ট ল্যানশ্যাগে বলেছেন, একটি ট্রামে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

এ ঘটানায় ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, ‌ট্রাম স্টেশেন হামলার পর সংকটকালীন জরুরি বৈঠকে বসেছে সরকার। এদিকে ইউট্রেখটের পরিবহন কর্তৃপক্ষ বলছে, শহরের সব ট্রাম সেবা বন্ধ ঘোষণা করেছে তারা।

এ ঘটনার পর থেকে ঘটনাস্থল এড়িয়ে চলাচলের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

একুশে/ডেস্ক/এসসি