আ.লীগে যোগ দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান জব্বার, এলাকায় উত্তেজনা

jabbar-zabbarচট্টগ্রাম: এলডিপি থেকে বহিস্কৃত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী আওয়ামী লীগে যোগদান করছেন। শনিবার বিকেলে চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায় স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগদান করার কথা রয়েছে জব্বার চৌধুরীর।

এদিকে জব্বারের আওয়ামী লীগে যোগ দেওয়া প্রসঙ্গে বিভক্ত হয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটে যেতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাত ১০টার দিকে চন্দনাইশের খানহাট এলাকায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে; এতে অংশ নেয়ারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। শনিবারের সংবর্ধনা সভা বাতিলের চেষ্টার অংশ হিসেবে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে স্থানীয় একাধিক সূত্র।

এ প্রসঙ্গে জানতে চাইলে চন্দনাইশ থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে রাতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা সরে যায়। এ ঘটনার সাথে আওয়ামী লীগের কারো সংশ্লিষ্টতা নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে নবম শ্রেণী থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে আসেন আবদুল জব্বার চৌধুরী। ১৯৮৪ সালে গাছবাড়ীয়া সরকারি কলেজে ছাত্রলীগ কমিটির ক্রীড়া সম্পাদক; ১৯৮৫ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে গাছবাড়ীয়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে জিএস নির্বাচিত হন।

পরবর্তীতে বিএনপির তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলির হাত ধরে বিএনপির রাজনীতিতে যোগ দেন। তিনি ১৯৯৮ সালে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হয়ে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

২০০৬ সালে বিএনপি থেকে কর্নেল অলি বেরিয়ে এলডিপি প্রতিষ্ঠা করেন। সে থেকে জব্বার চৌধুরী এলডিপি’র গণতান্ত্রিক যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে সহ-সভাপতি, ২০১৫ সালে কেন্দ্রীয় এলডিপি’র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে এলডিপি’র সমর্থন নিয়ে প্রথম, ২০১৪ সালে একই দলের মনোনয়ন নিয়ে দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে এলডিপি সমর্থিত মেয়র প্রার্থী কর্নেল অলির ভাতিজা মো. আয়ুব কুতুবীর পক্ষে কাজ না করায় ৩১ ডিসেম্বর এলডিপি’র থেকে বহিস্কার হন ।

জানা যায়, শনিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরীর উদ্যোগে প্রথম বারের মত নৌকা নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা সভা গাছবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। সভায় অংশ নেয়ার মধ্য দিয়ে এলডিপি থেকে বহিস্কৃত উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী আ.লীগে ফিরছেন ।

এ ব্যাপারে আবদুল জব্বার চৌধুরী বলেন, ‘ছাত্রজীবনে ছাত্রলীগ করেছিলাম। ১৯৯১ সালে যুবদলে যোগ দেই। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ছিলাম। এলডিপি গঠিত হলে অলি সাহেবের হাত ধরে এই দলে যোগদান করি। ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত গণতান্ত্রিক যুবদলের সহসভাপতি ছিলাম। গত বছর এলডিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ পাই।’

আওয়ামী লীগে যোগ দেওয়ার ব্যাপারে আবদুল জব্বার চৌধুরী বলেন, ‘সময় কথা বলবে। এখন এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘দল পরিবর্তনের সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই। সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী আমাকে জানিয়েছেন জব্বার চৌধুরী শনিবার যোগদান করবেন।’