চাকসু নির্বাচনের নীতিমালা রিভিউ কমিটি গঠিত

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ৫ সদস্যের নীতিমালা রিভিও কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা দেড়টার দিকে চবি উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.সফিউল আলমকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সদস্য-সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. ইউছুপ।

অন্যান্য সদস্যরা হলেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড.এবিএম আবু নোমান, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মনছুর উল্লাহ এবং অপর সদস্য বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ও সংস্কৃত বিভাগের সহকারি অধ্যাপক লিটন মিত্র।

এসময় উপাচার্য বলেন, চাকসু নির্বাচনের বর্তমান নীতিমালা ৩০-৩৫ বছরের পুরোনো হওয়ায় এই নীতিমালা আধুনিক, যুগোপযোগী ও শিক্ষাবান্ধব করার লক্ষ্যে এই রিভিউ কমিটি গঠন করা হয়েছে। অতি স্বল্পসময়ের মধ্যে এই কমিটি নতুন নীতিমালা প্রণয়ন করে সিনেটে রির্পোট করলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

একুশে/আইএস/এসসি