
চট্টগ্রাম : নগরের চাক্তাই নয়া মসজিদ সংলগ্ন ইসলাম ফয়েজ রোডস্থ ‘ইস্ট ডেল্টা মরিয়ম’ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহম্মদ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ আবদুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ও ইস্ট ডেল্টা হোল্ডিংস এর দুই উপদেষ্টা শাহেদুল ইসলাম শাহেদ ও আকতার উদ্দিন রানা।
একুশে/প্রেস/এসসি
