চট্টগ্রামে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

road accidentচট্টগ্রাম: মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খইয়াছড়া ঝরণা সড়কের মুখে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরোয়ার্দি (৩১), তাওফিন তাজিমুল সুস্মিত (২৩), শাহেদা আক্তার (২৭), মোহাম্মদ আলী (৪১) ও সৈয়দুর রহমান (৫৫)। এ ঘটনায় আহত হওয়ো কমপক্ষে ১৫ বাস যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে সৈয়দুর রহমান কর্ণফুলি পেপার মিলের উর্ধতন কর্মকর্তা ও তাওফিন তাজিমুল সুস্মিত চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.ফরিদ উদ্দিন জানান, বড়তাকিয়া এলাকায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব ১৪-৬০৬৫) বিকল হয়ে সড়কের পাশে দাঁড়ায়। এসময় ওই বাসের যাত্রীরা বাস থেকে নেমে অন্য বাসে উঠার জন্য সড়কের পাশে অপেক্ষা করতে থাকে। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামি কাভার্ডভ্যান (যশোর ট ১১-৩৮৩৫) দাড়িয়ে থাকা শ্যামলী পরিবহনকে পিছনের দিকে ধাক্কা দিলে বাসটি সড়কের বাইরে পড়ে যায়।

তিনি জানান, বাস থেকে নেমে অন্য বাসের জন্য দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনের ৪ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরো একজনের মৃত্যু হয়। এসময় কমপক্ষে আরো ১৫ যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতদের পরিচয় সনাক্ত করার কাজ চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মো.ফরিদ উদ্দিন।