ছাত্রলীগ নেতা খুনের মামলার আসামি রিমান্ডে

চট্টগ্রাম: ছাত্রলীগের চট্টগ্রাম নগর কমিটির সদস্য নাসিম আহমেদ সোহেল হত্যা মামলার আসামি জয়নাল আবেদিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরেক আসামি সাজ্জাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার চট্টগ্রাম মহানগর ৬ষ্ট আদালতের বিচারক মোহাম্মদ হারুন অর রশিদ এ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল আবেদিন ও সাজ্জাদ গত ৫ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। জয়নালকে পাঁচদিন এবং সাজ্জাদকে সাতদিনের রিমান্ডে নেয়ার জন্য পৃথক আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও চকবাজার থানার এসআই হুমায়ুন কবির। শুনানি শেষে জয়নালকে তিন দিনের রিমান্ড ও সাজ্জাদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত চলতি বছরের ২৯ মার্চ নগরের ওয়াসার মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এক অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিরোধের জেরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেল ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনার পরদিন ১৬ জনের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আবু তাহের।