দাপ্তরিক কাজ শুরু করেছেন চট্টগ্রামের নতুন ডিসি

dc-shamsul-arefinচট্টগ্রাম: চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) মোঃ সামসুল আরেফিন দায়িত্ব গ্রহণের পর দাপ্তরিক কাজ শুরু করেছেন। শনিবার সকাল নয়টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এর আগে শুক্রবার দায়িত্ব বুঝে নেন রাঙ্গামাটির সাবেক এই জেলা প্রশাসক।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুস সামাদ শিকদার বলেন, ‘ডিসি স্যার শুক্রবার যোগদান করেছেন। শনিবার সকাল ৯টায় তিনি অফিসে এসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।’

প্রসঙ্গত চলতি বছরের ২৩ আগস্ট মোঃ সামসুল আরেফিনকে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই আদেশের এক মাসের মাথায় তিনি নতুন দায়িত্বে যোগ দিলেন। এছাড়া শুক্রবার নতুন কর্মস্থল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগ দিতে চট্টগ্রাম ছেড়েছেন মেজবাহ উদ্দিন।

মাদারীপুরের সদর উপজেলার লালবাড়ি কুকরাইল এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ সামসুল আরেফিন ১৯৯৩ সালের ৪ জানুয়ারী কর্মস্থলে প্রবেশ করেন। এর আগে তিনি মানিকগঞ্জ, টাঙ্গাইল, সাতক্ষীরা জেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর একান্ত সচিব, অর্থ মন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব, এবং সর্বশেষ রাঙ্গামাটির জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।